Home >> ধর্ম ও জীবন >> কোরবানির জরুরি মাসআলা : পর্ব ৮

কোরবানির জরুরি মাসআলা : পর্ব ৮

korbaniনর ও মাদা পশুর কোরবানি

মাসআলা : যেসব পশু কোরবানি করা জায়েয সেগুলোর নর-মাদা দুটোই কোরবানি করা যায়।

[কাযীখান ৩/৩৪৮, বাদায়েউস সানায়ে ৪/২০৫]

কোরবানির পশুর বয়সসীমা

মাসআলা : উট কমপক্ষে ৫ বছরের হতে হবে। গরু ও মহিষ কমপক্ষে ২ বছরের হতে হবে। আর ছাগল, ভেড়া ও দুম্বা কমপক্ষে ১ বছরের হতে হবে। তবে ভেড়া ও দুম্বা যদি ১ বছরের কিছু কমও হয়, কিন্তু এমন হৃষ্টপুষ্ট হয় যে, দেখতে ১ বছরের মতো মনে হয় তাহলে তা দ্বারাও কোরবানি করা জায়েয। অবশ্য এক্ষেত্রে কমপক্ষে ৬ মাস বয়সের হতে হবে। উল্লেখ্য, ছাগলের বয়স ১ বছরের কম হলে কোনো অবস্থাতেই তা দ্বারা কোরবানি জায়েয হবে না।

[কাযীখান ৩/৩৪৮, বাদায়েউস সানায়ে ৪/২০৫-২০৬]

নিজের কোরবানির গোশত খাওয়া

মাসআলা : কোরবানিদাতার জন্য নিজ কোরবানির গোশত খাওয়া মুস্তাহাব।

[সূরা হজ্ব ২৮, সহীহ মুসলিম ২২/১৫৯, মুসনাদে আহমদ, হাদীস ৯০৭৮, বাদায়েউস সানায়ে ৪/২২৪]

ঋণ করে কোরবানি করা

মাসআলা : কোরবানি ওয়াজিব এমন ব্যক্তিও ঋণের টাকা দিয়ে কোরবানি করলে ওয়াজিব আদায় হয়ে যাবে। তবে সুদের উপর ঋণ নিয়ে কোরবানি করা যাবে না।

পশু কেনার পর দোষ দেখা দিলে

মাসআলা : কোরবানির নিয়তে ভালো পশু কেনার পর যদি তাতে এমন কোনো দোষ দেখা দেয় যে কারণে কোরবানি জায়েয হয় না তাহলে ওই পশুর কোরবানি সহীহ হবে না। এর স্থলে আরেকটি পশু কোরবানি করতে হবে। তবে ক্রেতা গরীব হলে ত্রুটিযুক্ত পশু দ্বারাই কোরবানি করতে পারবে।

[খুলাসাতুল ফাতাওয়া ৪/৩১৯, বাদায়েউস সানায়ে ৪/২১৬, ফাতাওয়া নাওয়াযেল ২৩৯, রদ্দুল মুহতার ৬/৩২৫]

পশুর বয়সের ব্যাপারে বিক্রেতার কথা

মাসআলা : যদি বিক্রেতা কোরবানির পশুর বয়স পূর্ণ হয়েছে বলে স্বীকার করে আর পশুর শরীরের অবস্থা দেখেও তাই মনে হয় তাহলে বিক্রেতার কথার উপর নির্ভর করে পশু কেনা এবং তা দ্বারা কোরবানি করা যাবে।

[আহকামে ঈদুল আযহা, মুফতী মুহাম্মাদ শফী রহ. ৫]

পশু নিস্তেজ হওয়া পর্যন্ত অপেক্ষা করা

মাসআলা : জবাইয়ের পর পশু
নিস্তেজ হওয়ার আগে চামড়া খসানো বা অন্য কোনো অঙ্গ কাটা মাকরূহ।

[বাদায়েউস সানায়ে ৪/২২৩]

অন্য পশুর সামনে জবাই করা

মাসআলা : এক পশুকে অন্য পশুর সামনে জবাই করবে না। জবাইয়ের সময় প্রাণীকে অধিক কষ্ট না দেওয়া।

গ্রন্থনা ও সম্পাদনা : মাওলানা মিরাজ রহমান
সৌজন্যে : মাসিক আল-কাউসার

বিঃ দ্রঃ মজার মজার রেসিপি ও টিপস, রেগুলার আপনার ফেসবুক টাইমলাইনে পেতে লাইক দিন আমাদের ফ্যান পেজ আমার লাইফস্টাইল

Check Also

korbani

কোরবানির জরুরি মাসআলা : পর্ব ৬

কোরবানির পশুর বাচ্চা হলে মাসআলা : কোরবানির পশু বাচ্চা দিলে ওই বাচ্চা জবাই না করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *