২০১৭ সালে জনসমক্ষে উন্মোচনের অপেক্ষায় থাকা আইফোন ৮-এ হোম বাটন নাও থাকতে পারে। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, আইফোন ৮ স্মার্টফোনে বিল্ট ইন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরসহ এজ-টু-এজ ওএলইডি স্ক্রিন থাকবে। তবে হোম বাটন অপ্রয়োজনীয় হিসেবে পরিগনিত হবে। তবে আইফোন ৮-এ এরকম কোন পরিবর্তন আসবে না তা জানতে ২০১৭ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের। তবে এবছর উন্মোচনের অপেক্ষায় থাকা আইফোন ৭-এ যে বড় ধরণের কোন পরিবর্তন আসবে না তা বলা যায়।
সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, হেডফোন জ্যাক বাদে আইফোন ৭-এ কিছু ছোট খাটো পরিবর্তন থাকতে পারে।
সূত্র: বিজনেস ইনসাইডার